• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

ভেড়ামারায় প্রকৃতি ফাইন আর্ট স্কুলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


FavIcon
Md. Rezaur Rahman
নিউজ প্রকাশের তারিখ : Dec 17, 2024 ইং
ছবির ক্যাপশন: পুরস্কার বিতরণী অনুষ্ঠান ad728

ভেড়ামারার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী চিত্রাঙ্কনের বিদ্যাপীঠ প্রকৃতি ফাইন আর্ট স্কুল।২০১০ সালে প্রতিষ্ঠিত প্রকৃতি ফাইন আর্ট স্কুল ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে চলেছে।যার ফলশ্রুতিতে স্কুলটি উপজেলা,জেলা, বিভাগ এবং সেন্ট্রাল পর্যায়ে ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে অনেকটাই সফলতা অর্জন করে চলেছে। আন্তানূর হাকিম পরিচালিত সুন্দর ও মনোরম পরিবেশে অঙ্কন শিক্ষা দিয়ে ইতিমধ্যেই স্কুলটি যথেষ্ট সুনাম অর্জন করেছে।

আজ ১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় গোলাপনগর মনি পার্কে বিদ্যালয়টির বার্ষিক পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংবাদিক মনোয়ার হোসেন মারুফ'র সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম'র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।অনুষ্ঠানে ভেড়ামারার সর্বস্তরের সাংবাদিক ও অভিভাবকদের উপস্হিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে বক্তারা মফস্বলের স্বনামধন্য প্রকৃতি আর্ট স্কুলের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করতে শিক্ষক, অভিভাবক সহ সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।